একটি ফ্রিজ কত ওয়াটারের হয়ে থাকে এবং কত টাকা বিদ্যুৎ বিল দিতে মাসে । সেটা নিয়ে আমাদের সকলের মধ্যে একটা কৌতুহল বা জানার একটা আগ্রহ সব সময় থাকে। আমরা এই কাজ বাজ ওয়েবসাইটে মূলত এসি, ফ্রিজ , মাইক্রোওভেন , গিজা, এই রিলেটেড পোস্টগুলো করে থাকি , এবং আমরা এইগুলো সারিয়ে ও থাকি । সাথে সাথে সেই সব জিনিস নিয়ে পোস্ট করি জাতে আপনারা সব বুজতে পারেন । আমরা এসি নিয়ে পোস্ট করে রাখেছি ।
আজকে আমি এই পোস্টের মধ্যে সম্পূর্ণ ফ্রিজের ওয়াট ও বিদ্যুৎ বিল কেমন আসবে সেই নিয়ে পোস্টটি করতে চলেছি ।
আমি আপনাদেরকে দেখিয়ে দিব এমন ক্যালকুলেশন করে বুঝিয়ে দিব একটি ফ্রিজ কত ওয়াটের হয় । যেমন একটি 100 থেকে 150 লিটারে ফ্রিজ 82 থেকে 90 ওয়াট হয়ে থাকে। থিক তেমনি 176 থেকে 200 লিটারে ফ্রিজ 90 থেকে 102 ওয়াট মতো হয়ে থাকে । 200 থেকে 220 লিটারের ফ্রিজটি 110 ওয়াট হয়ে থেকে । কোম্পানি ক্ষেত্রে বিশেষ হতে পারে ।
পানির সাইজ অনুযায়ী বিভিন্ন ফ্রিজ ওয়াট হয়ে থাকে 333 লিটারের ফ্রিজটি কম প্রেসার ওয়াট হয় 115 থেকে 120 ওয়াট হয়। আমরা যারা মোটামুটি একটা ধরনা দিছি আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা চেষ্টা করি 25 থেকে 3০ হাজার টাকার মধ্যে একটি ফ্রিজ কিনতে এই দামে ফ্রিজগুলো মূলত 165 থেকে 300 লিটার হয়ে থাকে । আর এই ফ্রিজগুলো 80 থেকে 100 ওয়াট পর্যন্ত হয়ে থাকে ।
এবার আপনি ধারুন আপনার বাড়ীতে একটি 250 লিটারের ফ্রিজ আছে যার ওয়াট 100 এবং ফ্রিজটি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পুরো চলে। এবার যদি আওনি ফ্রিজটির বিদ্যুৎ বিল বের করতে চান তাহলে আগে আপনাকে ফ্রিজটি কত এনার্জি খরচ হয় সেটা আগে বের করতে হবে।
এনার্জিকে E দ্বারা প্রকাশ করা হয় ফ্রিজটির পাওয়ার P দ্বারা প্রকাশ করা হয় ফ্রিজটি কত টাইম চলবে T দ্বারা প্রকাশ করা হল। যেহেতু 250 লিটার ফ্রিজটি 100 ওয়াট আমরা হিসাব করছিলাম ফ্রিজটি ১২ ঘণ্টা চলে । তাহলে হিসাবটা হবে ।

তাহলে আমরা করব 100 গুন 12 ঘন্টা তাহলে আমরা পাব মোট ওয়াট । এবার যদি গুণ করি গুণফল আসবে 1200 ওয়াট। তাহলে দিনে মধ্যে খরচ হছে ১২০০ ওয়াট । তাহলে মাসে হবে ১২০০ গুন ৩০ = ৩৬০০০ ওয়াট ।
আমরা সকলে জানি এক হাজার ওয়াট সমানসমান হয় ১ ইউনিট । তাহলে হিসাব দারাবে ৩৬০০০ ভাগ ১০০০ তাহলে হবে ৩৬ ইউনিট এবার আমরা পেলাম ৩৬ ইউনিট একমাসে আপনার বিদ্যুৎ বিল আসবে আপনার এলাকাতে যত টাকা পার ইউনিট হবে সেটা দিয়ে গুন করলে আপনি পাবেন কত টাকা । যেহেতু আমদের এই খানে আসলো ৩৬ ইউনিট যদি ৭ টাকা পার ইউনিট হয় তাহলে হবে ৩৬ ঘুন ৭ = ২৬২ টাকা ।
এইবার আমরা বলবো কি কি করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে । তার ৫ টি বিষয় আমি বলবো ।
১. ৫ স্টার কেনে দেখে নেবেন ?
আপনারা চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে যেন ফাইভ স্টার থাকে । ফাইভস্টার রেটিং থাকে ফাইভ টা রেটিং যুক্ত ফ্রিজে কিন্তু আপনার কারেন্ট কমজেনশন অনেক কম এর ফলে কিন্তু আপনার কারেন্টের বিল ও কম আসবে । আপনারা অনেকেই খেয়াল করেছেন এসি বা ফ্রিজ কেনার সময় কিন্তু এই স্টার টা প্রত্যেকটা কাস্টমারই কিন্তু ফলো করেন এই কারণে এটা ফাইভ স্টার দেখে নেওয়া উচিত । এটি আপনার অনেক সাশ্রয়ী হবে ।
২. অটো অন অফ সিস্টেম কেন দরকার ?
অটো অন অফ সিস্টেমটা অবশ্যই ফ্রিজের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ধরুন আপনার ফ্রিজটি একটি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তো তখন সে নিজে থেকে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে । আবার যখন আপনি আপনার কনও প্রয়োজনে দরজা খুলবেন যে দরজা খোলার পর অটোমেটিক ফ্রিজটি কিন্তু চালু হবে এবং আবার সেই পরিমাণে ঠান্ডা কিন্তু আপনি ফিরে পাবেন তাই জন্য অটো অন অফ টা থাকা কিন্তু খুবই একটা দরকারি একটা ফিচারস।
৩. ফ্রিজের থার্মোস্টার টিকে লক্ষ রাখবেন কেন ?
ফ্রিজের মধ্যে যে থার্মোস্টার সেটি অকারণে বাড়িয়ে রাখলে অনেক সময় নিজের অজান্তেই দেখা যায় ফ্রিজের পাওয়ার বাড়ানো থাকে। অনেক সময় বাচ্চারা বাড়িয়ে দেয় থার্মোস্ট্যার বাড়ানো থাকলে ফ্রিজ অতিরিক্ত ঠান্ডা করতে থাকে। তাই বিদ্যুৎ বিল বেশি আসে এমন অবস্থা থেকে বাঁচর জন্য মাঝে মাঝে ফ্রিজের থার্মোস্ট্যাট লেভেল চেক করে নিতে হবে ।
৪. ফ্রিজের দরজা কেন বার বার খুবেন না ?
যদি আপনি সারা দিনের মধ্যে যতবার ফ্রিজের দরজা খুবেন তত আপনার ফ্রিজের ঠাণ্ডা বের হয়ে যেতে থাকবে । এবং আপনার কম্প্রেসার টি সাথে সাথে চালু হবে এবং আপনার ফ্রিজটিকে ঠান্ডা করার চেষ্টা করবে যার ফলে কিন্তু আপনার বিদ্যুতের বিলও কিন্তু বেশি আসবে তাই আপনি চেষ্টা করবেন দিনের মধ্যে একটু কম ফ্রিজের দরজা খুলে বেশিক্ষণ রাখা সেটা একদমই আপনারা করবেন না।
৫. ফ্রিজের চার পাস টা ফাকা রাখা কি দরকার ?
ফ্রিজের চারপাশটা কি ফাঁকা রাখা দরকার হে অবশ্যই ফ্রিজের চার-পাঁচটি কিন্তু আপনাদেরকে ফাঁকা রাখতে হবে এর ফলে কিন্তু ফ্রিজের থেকে যে গরম হওয়াটা বার হয়ে থাকে সেই গরম হওয়াটাও কিন্তু সেটি ফ্রিজের গায়ে আসতে পারবেনা এবং এর ফলে কিন্তু ফ্রিজটা ঠান্ডা থাকবে এই জন্য কিন্তু ফ্রিজ থেকে মূলত বলা হয় দেওয়ালের থেকে মিনিমাম ৪ ইঞ্চির মতন দূরে রাখার জন্য এর ফলে কিন্তু ফ্রিজের ক্ষতিও কম হয় এবং আপনার ফ্রিজটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে ।
এইবার আপনি যদি ভাবেন এসি কিনবেন ।কিন্তু কেমন নেবেন বুজতে পারছেন না । তা হলে দেখুন
Things to know before buying AC || Best AC Buying Guide || Important tips for buying AC

