SIR 2026: খসড়া West Bengal SIR Latest Update | SIR Draft List Published ভোটার তালিকায় নাম দেখুন ৪টি পদ্ধতিতে
West Bengal SIR Latest Update | SIR Draft List Published
পশ্চিমবঙ্গে SIR (Special Intensive Revision) 2026–এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ১৬ই ডিসেম্বর ২০২5। এই খসড়া তালিকায় যাদের নাম থাকবে না, তাদের অবশ্যই শুনানিতে (Hearing) অংশ নিতে হবে। তাই প্রত্যেক ভোটারের জন্য নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কি না, তা যাচাই করা অত্যন্ত জরুরি।
কেন খসড়া ভোটার তালিকা চেক করা দরকার?
যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে, তাহলে আপনাকে:
- শুনানিতে যেতে হবে
- নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে
- প্রয়োজনীয় নথি জমা দিতে হবে
শোনা যাচ্ছে, প্রায় ১ কোটি ৮৬ লক্ষ ভোটারের নাম এই খসড়া তালিকায় নাও থাকতে পারে। এর মধ্যে আপনি আছেন কি না, তা জানতে নির্বাচন কমিশন ৪টি পদ্ধতির কথা জানিয়েছে—অনলাইন ও অফলাইন মিলিয়ে।
voters.eci.gov.in
CEO West Bengal
কাদের শুনানিতে যেতে হবে?
- যাদের নাম খসড়া ভোটার তালিকায় নেই
- যারা দাবি (Claim) বা আপত্তি (Objection) জানাবেন
নির্বাচন কমিশন জানিয়েছে, তালিকা প্রকাশ হবে ১৬ই ডিসেম্বর, তবে ঠিক কোন সময়ে প্রকাশ হবে, তা এখনো জানানো হয়নি। তালিকা প্রকাশ হলেই আমরা আপনাদের আপডেট দেবো।
SIR–এর পরবর্তী গুরুত্বপূর্ণ তারিখসমূহ
নিচে পুরো সময়সূচি একবার দেখে নিন—
খসড়া ভোটার তালিকা প্রকাশ:
১৬ই ডিসেম্বর ২০২৫
দাবি ও আপত্তি জানানোর সময়কাল:
১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬
শুনানি ও যাচাইকরণ (Hearing & Verification):
👉 ১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে ৭ই ফেব্রুয়ারি ২০২৬
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:
👉 ১৪ই ফেব্রুয়ারি ২০২৬
খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন?
যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় না থাকে, তাহলে আপনাকে—
- Form 6 পূরণ করতে হবে
- সঙ্গে জমা দিতে হবে Annexure IV
- ফর্ম জমা দিতে পারবেন:
- আপনার এলাকার BLO (বুথ লেভেল অফিসার)–এর কাছে
- অথবা অনলাইনে
খসড়া ভোটার তালিকায় নাম দেখার ৪টি পদ্ধতি
১. BLO–র মাধ্যমে (অফলাইন পদ্ধতি)
আপনার এলাকার BLO–র কাছে খসড়া ভোটার তালিকা থাকবে। সরাসরি যোগাযোগ করে নিজের নাম যাচাই করতে পারবেন।
২. ECINET মোবাইল অ্যাপ
যে ECINET অ্যাপের মাধ্যমে SIR–এর আবেদন করেছিলেন, সেই অ্যাপেই খসড়া তালিকায় আপনার নাম আছে কি না, চেক করা যাবে।
৩. জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল
voters.eci.gov.in
এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনার নাম যাচাই করতে পারবেন।
৪. CEO West Bengal অফিসিয়াল ওয়েবসাইট
CEO West Bengal–এর ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা দেখে নেওয়ার সুবিধা থাকবে।
গুরুত্বপূর্ণ কথা
- অফলাইনে দেখতে চাইলে অবশ্যই BLO–র সঙ্গে যোগাযোগ করুন
- অনলাইনে একাধিক মাধ্যমে চেক করার সুযোগ রয়েছে
- নাম না থাকলে দেরি না করে দাবি বা আপত্তি জানান
তালিকা প্রকাশ হলেই আমরা আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো।
এই তথ্যটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।
#keyword SIR 2026 draft voter list,
sir khosra voter talika 2026,
sir draft list published,
sir voter list check 2026,
sir voter list name check,
sir voter list 4 methods,
sir khosra talika name check,
west bengal sir latest update,
wb sir voter list update,
sir voter list online check,
sir voter list offline check,
sir draft list name not found,
sir hearing update 2026,
sir voter list correction,
sir form status check,
sir enumeration update,
sir voter verification 2026,
sir blo update,
sir election commission update,
wb election voter list 2026,
sir voter list bangla,
sir latest news today,
sir draft list download,
sir voter id update,
sir hearing update,
sir hearing at dm office,
sir hearing 16 december,
sir draft list name not found,
sir khosra talika update,
west bengal sir hearing date,
sir form hearing news,
sir hearing video recording,
dm office sir hearing,
wb sir hearing process,
sir form rejection reason,
sir verification process 2025,
servey sir form update,
sir enumeration hearing,
sir form correction,
sir list update 2025,
west bengal sir latest news,
sir form verification bangla,
sir new guidelines 2025,
sir list hearing 16 dec,
sir hearing notification,
sir official update,
wb election sir update,
sir grievance hearing
SIR Draft Roll West Bengal: 58 Lakh Names Removed – Download Your Booth Voter List


