আপনারা যারা মনে করছেন এই আসছে গরমে এসি কিনবেন বা এসি কি ধরনের এসি নেবেন তো সেই রিলেটেড চিন্তাভাবনা করছেন তো তাদের জন্য আজকে এই প্রতিবেদনটা লিখতে বসলাম। আশা করি আপনারা পুরো আর্টিকেলটা পড়ার পর বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন এসি দরকার এবং এই আর্টিকেল টার পর কিন্তু আমি আরেকটা আর্টিকেল দেবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ঘরের মাপ বুঝে কত টন এসি ব্যবহার করবেন সেটা সম্পর্কে আর্টিকেল দেবো। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিচ্ছি কিভাবে আপনারা এই গরমে এসি কিনবেন
আপনারা অনেকেই এসির এর ব্যাপারে জানেন ,আবার অনেকে কিছু জানেন না। আপনি দোকানে গেলে আপনাকে যে কনও একটা এসি ধরিয়ে দেয় দোকানদাররা । আজকের আমি আপনাদের সম্পূর্ণ এসির কেনার পূর্বে আপনার যতগুলো বিষয় জানা দরকার সব বিষয়গুলোই নিয়ে বলবো ।
কেমন এসি কিনবেন ? উইন্ডো টাইপ নাকি স্প্লিট টাইপ? এসিটি কি এয়ার কুলার কিনবেন? নাকি এয়ার কন্ডিশনার কিনবেন? এসিটি ইনভার্টার কিনবেন? নাকি নন ইনভার্টার কিনবেন?
এ ধরনের আরো প্রায় ৫ টি টিপস নিয়ে আলোচনা করবো আজকের প্রতিবেদনে
১. কেমন এসি কিনবেন ?
এসি মুলত দুই রকমের হয়ে থাকে ১. উইন্ডো টাইপ এসি ২. স্প্লিট টাইপ এসি । উইন্ডো টাইপ এসি রুমের নিচের দিকে লাগানো হয় । যার কারণে বাতাস ভালোভাবে প্রবাহিত হতে পারে না। এবং ঠান্ডা বাতাসটি রুমের ভিতরে সার্কুলেট হতে পারে না। যার কারণে রুম একটু কম ঠান্ডা হয়। অপেক্ষাকৃত স্প্লিট টাইপ এসি থেকে । স্প্লিট টাইপ এসি যেহেতু রুমের উপরের দিকে লাগানো হয় যার ফলে এসিটি যথেষ্ট পরিমাণ ঠান্ডা করতে পারে। এবং রুম পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় খুব অল্প সময়ের মধ্যে ।

২. এসিটি কি ইনভার্টার হলে ভালো হবে নাকি নন ইনভার্টার ?
এজন্য আপনাকে অবশ্যই এসির ইনভার্টার এবং নন ইনভার্টারের মধ্যে যে টেকনিক্যাল পার্থক্যগুলো রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে । নন ইনভার্টার এসি যখন আপনার রুমে আপনি অন করবেন তখন এটি রুমটাকে যেই টেম্পারেচার আপনি সেট করবেন সেই টেম্পারেচারে আসার পরে এটি আবার বন্ধ হয়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত আবার রুম টেম্পারেচার বেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকে। পরবর্তীতে রুম টেম্পারেচার আবার যখন বেড়ে যায় পুনরায় অন হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ বারবার খরচ হতে থাকে এবং এসির বিদ্যুৎ বিল বেশি আসে।
নন ইনভার্টার একটি এসি রুম টেম্পারেচারে আসার পরে অন অনবরত ধীরে ধীরে চলতে থাকে যেন রুম টেম্পারেচার একইভাবে থাকে যার কারণে একটি ইনভার্টার এসি প্রথম ঘন্টায় এক ইউনিট বিদ্যুৎ উঠলেও পরবর্তী দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টায় এক ইউনিটের মতন বিদ্যুৎ উঠে যার কারণে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয় যার কারণে দেখা যায় যে মাস শেষ অনেকটাই বিদ্যুৎ খরচ কম হয়েছে। অনেক টাকা বেঁচে যায় । এর পর যদি ভেবে নেন আপনি একটি ১.৫ টন এসি নেবেন তো তার কেমন বিল আসবে সেটা দেখে নিন এই খানে Monthly electricity consumption of 1.5 ton Split AC
৩. এয়ার কুলার কিনবেন নাকি এয়ার কন্ডিশনার কিনবেন?
যেহেতু আমাদের দেশের আদ্রতা অনেক বেশি তাই এয়ার কুলার আসলে আমাদের দেশের জন্য না। কারণ হচ্ছে এয়ার কুলার আমাদের দেশের যে ব্যবসা বা একটা ভাব থাকে যখন আদ্রতা বেশি থাকে বাতাসে ওই সময় যদি এয়ার কুলার রুমে ছাড়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে বা রুমের ভিতরে একটা গুমট পরিবেশ বা গুমট একটা ওয়েদার সৃষ্টি হয়।
মরুভূমির দেশ বা রাজস্থানে বা অন্যান্য যে মরুভূমি টাইপের যে জায়গাগুলো আছে, যেখানে বাতাসে আদ্রতা কম এইসব জায়গায় এয়ারকুলার যদিও চলে । কিন্তু আমাদের দেশের জন্য পারফেক্ট হচ্ছে এয়ার কন্ডিশনার । যেটা রুমের শুষ্কতা ঠিক রাখে রুমটাকে শুষ্ক রাখে। যার কারণে আমি মনে করি এয়ার কন্ডিশনার হচ্ছে আমাদের দেশের জন্য একটি উপযুক্ত সমাধান ।
৪. এসি রেটিং দেখে কেন কিনতে হবে ?
যে এসিটি কিনবেন তার রেটিং অবশ্যই দেখে কিনবেন কারণ সেটার রেটিং যত বেশি হবে সেটা তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে। যেমন বর্তমানে বাজারে 5 স্টার , 4 স্টার , 3 স্টার দেকতে পাওয়া যায় । যেটার স্টার যত বেশি সেটা কিন্তু ততই বেশি এনার্জি সেভিং করে । কারণ হচ্ছে যদি কম রেটিংস এর একটা এসি কিনেন দেখা যায় যে আপনি প্রথম দিকে হয়তো টাকা সাশ্রয় করার চিন্তা করলেন কিন্তু শেষে দেখা গেল বিল দিতে যাচ্ছেন তখন কিন্তু প্রত্যেক মাসে ১০০০ থেকে ২০০০ টাকা করে অতিরিক্ত বিল দিতে হবে । তো চেষ্টা করবেন 5 স্টার প্লাস যে এসি গুলা মার্কেট পাওয়া যায় সেই গুল কিনতে । নেওয়ার জন্য তাহলে আপনার এনার্জি সেভিংস হবে এবং আপনার দিন শেষে দেখা যাবে যে মাস শেষে আপনি যখন বিল নিবেন তখন আপনার অনেক কম বিদ্যুৎ বিলই হয়ে যাবে ।
৫. এসির পাবলিক রিভিউ কেন দেখব ?
একটি এসি কয়েক মাস পর কেমন সারভিস দেছে কেমন বিদ্যুৎ সাস্রয় করছে সেটা জানার জন্য অবসই আপনাকে রিভিউ দেকতে হবে । যে ব্র্যান্ডের এসিটি আপনি কিনছেন বা যেই মডেলের এসিটি কিনছেন এটার বিদ্যুৎ বিল আসলেও কি ঠিক আছে কিনা বা সঠিক ভাবে আসছে কিনা সেটার কম্প্রেসার কি কোন ধরনের সমস্যা করছে কিনা তো এটা যদি আপনি পাবলিক রিভিউ দেখে দেখা শুরু করেন তাহলে কিন্তু আসলে আপনি লাভবান হবেন ।


