SIR Draft Roll West Bengal: ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ
পশ্চিমবঙ্গে ১১ই ডিসেম্বর শেষ হয়েছে SIR ইনিউমারেশন পর্ব। 58 Lakh Names Removed – Download Your Booth Voter List এই দিনই ছিল গণনা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। ইনিউমারেশন পর্ব শেষ হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফে বড় তথ্য সামনে এসেছে—রাজ্যে মোট কত ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে।
কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, SIR পর্বে মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন ভোটারের নাম বাদ পড়ছে। এই তালিকায় রয়েছেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং দীর্ঘদিন অনুপস্থিত ভোটাররা। আগামী ১৬ই ডিসেম্বর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা (Draft Roll) প্রকাশ করবে। ওই খসড়া তালিকায় এই ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম আর থাকবে না।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই সন্দেহজনক ভোটারদের বাড়িতে বাড়িতে হিয়ারিং নোটিশ পাঠানো হবে। BLO দের জানানো হয়েছে, অনেক ক্ষেত্রেই SIR ফর্ম জমা দেওয়ার সময় বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদিমাকে আত্মীয় হিসেবে দেখিয়ে আবেদন করা হয়েছে। এই ধরনের আবেদনের মধ্যে একাধিক সন্দেহজনক ভোটার চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারদের আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত নথি সংগ্রহ করে অনলাইনে আপলোড করতে হবে।
কমিশনের হিসেব অনুযায়ী,
- ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, এমন ভোটারের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন।
- যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা-মা বা নিকট আত্মীয়ের নাম রয়েছে, এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন।
বর্তমান হিসেব অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জন ভোটারের নাম বাদ যেতে চলেছে, যাদের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন।
যেসব ভোটারের নাম বাদ গেছে, সেই তালিকা প্রতিটি বুথে বুথে BLO দের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে বলা হয়েছে, অনলাইনে জেলা ও বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে।
আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো, কিভাবে অনলাইনে আপনার বুথ অনুযায়ী SIR বাদ যাওয়া ভোটারদের নামের লিস্ট দেখা ও ডাউনলোড করা যাবে।
sir draft list download, sir draft list download kaise kare west bengal, sir draft list download kaise kare, sir draft list download kaise kare bengali, west bengal sir list name check, west bengal sir list check, how to check sir draft list, wb sir draft voter list, wb sir draft voter list download, sir draft lis, sir draft me name kaise check kare
SIR Form Upload Status: How to Verify Your BLO Submission Online


