প্রচন্ড গরম আর এই গরম থেকে আপনার রুমকে কিভাবে আপনি শীতল রাখবেন , তারই কিছু টিপস আপনাদের সাথে আজকে আমি এই পোস্টের মধ্যে শেয়ার করব। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমি এই ওয়েবসাইটে মূলত এসি এবং ফ্রিজ ওয়াশিং মেশিন এবং গিজার মাইক্রোওভেন এইসব রিলেটেড পোস্টটি করে থাকি। মুলত আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রত্যেকটা হোম অ্যাপিয়ারেন্সকে যাতে ঘরের মধ্যে খুব ভালোভাবে রাখতে পারেন এবং সেটিকে ব্যবহার করতে পারেন। ছোটখাটো কিছু সমস্যা হলে সেটা যাতে আপনারা নিজেরাই সারিয়ে নিতে পারেন। তারই জন্য এই পোস্ট টা করতে আসা । তো অনেক হলো বকবক এবার আমরা পোস্টার মধ্যে ফিরে যাই।

ওপরে ছাদকে মূলত কিভাবে গরম থেকে বাঁচাবেন, এবং নিজের ঘরের রুমকে কিভাবে শীতল রাখবে, তার জন্য প্রায় দশটি টিপস আজকে আমি এই পোস্টের মধ্যে তোমাদের সাথে আলোচনা করব।
আশা করব পোস্টটা ভালো লাগবে এবং এটা তোমরা এপ্লাই করবে এবং এপ্লাই করার পর যদি কাজ হয় তো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে তোমরা অবশ্যই লিখে জানাবে ।
যদি আপনাদের ছাদের ঘর হয় । আর ছাদের ঘরের উপরে ছাদের বরাবর যদি কোন গাছপালা বা ছায়াযুক্ত স্থান না থাকে ডাইরেক্ট সূর্যের আলো যদি আপনাদের ওই ছাদে পড়ে, তাহলে কিন্তু আপনাদের ঘর অবশ্যই খুব গরম হবে। এবং যদি আপনাদের টিন বা টালির ঘর হয় এবং তাতেও যদি আপনার ডাইরেক সূর্যের আলো পড়ে তাহলে কিন্তু ঘরের গরম হওয়াটা স্বাভাবিক। তো সেই হিসাবে আপনারা এই নিচের যে কয়েকটা টিপস বলব সেই টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন।
কারণগুলো ফলো করে আমিও উপকার পেয়েছি আশা করি তোমরা উপকার পাবে । এই পোস্টটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যেহেতু আমরা এসি ফ্যান এবং যাবতীয় জিনিস সম্পর্কে এই ওয়েবসাইটে শেয়ার করে থাকি তাই আমরা আজকে শেয়ার করছি যাতে আপনাদেরও কিছু উপকার হয়
প্রচন্ড গরম আর এই গরমে রুমকে শীতল রাখতে আজ আপনাদের সাথে শেয়ার করব, তেমন কিছু গুরুত্বপূর্ণ কথা না ভয় পাবেন না তেমন বড় কোন কিছু না খুব সহজ কিছু টিপস তো চলুন ঝটপট জেনে নেই সেই টিপস গুলো
১.সিলিং ফ্যান ব্যবহার করবেন না
এক প্রচন্ড গরমে যদি আপনার ছাদে রোদ পড়ে তবে সিলিং ফ্যান ব্যবহার করবেন না কারণ সিলিং ফ্যান ছাদের গরমকে নিচে নিয়ে আসে যার কারণে গরম বেশি লাগে এর পরিবর্তে আপনারা স্পিড ফ্যান অথবা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে পারেন।
২.জানালা বন্ধ রাখুন
দিনের বেলা যখন সূর্যের তাপ বেড়ে যায় তখন জানালা বন্ধ রাখুন কারণ এতে বাইরের অতিরিক্ত তাপ ঘরে প্রবেশ করবে না।
৩.গাড়ো রঙের পর্দা ব্যবাহার করুন
জানালায় মোটা গাড়ো রঙের পর্দা বা দুই লেয়ারের পর্দা ব্যবহার করতে পারেন এতে করে বাহিরের তাপ ঘরে কম প্রবেশ করবে
4.জানালায় হিট প্রোটেক্টর লাগান
ঘরের জানালায় যদি সরাসরি সূর্যের আলো পড়ে তাহলে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য জানালায় হিট প্রোটেক্টর লাগাতে পারেন অথবা জানালার গায়ে সাদা কাগজ কেটে দিতে পারেন এতে বাহিরের সূর্যের আলো কম প্রবেশ করবে এবং ঘর কম গরম হবে।
৫.অ্যান্টিথারমাল বোর্ড ককশিট ব্যবহার করুন
টিনের ছাদ ঠান্ডা রাখার জন্য অ্যান্টিথারমাল বোর্ড ককশিট বা থার্মাল পেইন ব্যবহার করতে পারেন এতে ছাদ কম গরম হবে এবং রুমের ভিতরে ঠান্ডা অনুভব হবে
৬.পাথর ভিজিয়ে রাখুন
একটা মাটির পাত্রে কিছু পাথর ভিজিয়ে রুমের এক কোণে রাখতে পারেন এতে রুম কিছুটা হলেও প্রাকৃতিকভাবে ঠান্ডা হবে ।
৫.জানালায় তোয়ালে দিন
রুমের ভিতরে জানালায় তোয়ালে ভিজিয়ে রাখতে পারেন এতে তোয়ালের জলীয় বাষ্প রুমকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
৬. স্ট্যান্ড ফ্যানের কার্যকারিতা
স্ট্যান্ড ফ্যানের পিছনে পানির বোতল বরফ করে বেঁধে দিতে পারেন। এতে ফ্যান অনেকটা এয়ার কুলারের মত কাজ করবে ।
৭. রুমকে পরিষ্কার রাখুন
রুমের ভিতরে অপ্রয়োজনীয় জিনিসপত্র কমিয়ে ফেলুন যেমন কার্পেট জিনিসপত্র ইত্যাদি ।
৮. হালকা রঙের বিছানা চাদর ব্যবহার করুন
বিছানার উপরে হালকা রঙের বিছানা চাদর ব্যবহার করুন। কেননা হালকা রং রুম শীতল রাখে যেখানে গাঢ় রং তাপ শোষণ করে গরম হয়ে থাকে। সম্ভব হলে বিছানায় শীতল পানি ব্যবহার করতে পারেন এতে অনেকটা আরাম অনুভূতির সৃষ্টি হবে
৯. রাতে জানলা খোলা রাখুন
রাতের বেলায় যখন বাইরের তাপ কম থাকে তখন জানালা খোলা রাখুন এতে বাইরের ঠান্ডা রুমে প্রবেশ করবে। এত সব কষ্ট করতে যদি না চান তো বারিতে এসি লাগান এবং যদি এসি লাগাতে ভয় পান কত বিদ্যুৎ বিল আসবে তাহলে এই পোস্ট টি দেখে হিসাব করে নিন । Monthly electricity consumption of 1.5 ton Split AC
10. ইনডোর প্লান্ট লাগান
বাসায় পর্যাপ্ত অক্সিজেনের জন্য ইনডোর প্লান্ট লাগান যেমন মানি প্লান্ট স্নেক প্লান্ট অ্যালোভেরা ইত্যাদি এই গাছগুলো রুমের আদ্রতা বজায় রাখবে।


