WBP Constable GK 100 GK question Pdf

WBP Constable GK 100 GK question Pdf

আজকের এই পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি RRB Group-D পরীক্ষার জন্য ১০০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তরসহ PDF ফাইল
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) WBP Constable GKএকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগত RRB Group-D সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তর সংগ্রহটি তোমাদের অনেক উপকারে আসবে।

এখানে তোমরা ১০০টি গুরুত্বপূর্ণ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এক কথায় উত্তরসহ এক জায়গায় পেয়ে যাবে।
তাই সময় নষ্ট না করে নিচে দেওয়া লিঙ্ক থেকে PDF ফাইলটি ডাউনলোড করে নাও এবং নিয়মিত প্র্যাকটিস করো।

PDF Download Link নিচে দেওয়া আছে — দেখে নাও এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো!.

01. সম্প্রতি কোন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স (টুইটার)-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?

উঃ নেপালে

02. ভারতের ৮৭তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?

উঃ Harikrishnan A. Ra

03. কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল?

উঃ স্মরণ সিং কমিটি

04. অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন?

উঃ নিউল্যান্ড

05. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?

উঃ ১৯৫১-১৯৫৬

06. Thrissur Pooram Festival কোন রাজ্যে পালন করা হয়?

উঃ কেরালা

07. The White Tiger উপন্যাসটি কার লেখা?

উঃ Arvind Adiga

08. ভারতের ডাকটিকিটে প্রথম কোন মহিলার ছবি প্রকাশিত হয়েছিল?

উঃ মীরাবাই

09. স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন?

উঃ আর কে শানমুখম চেট্টি

10. নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়?

উঃ কেরালা 

11. মুম্বাইয়ের কার্নাক ব্রিজের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?

উঃ Sindoor Bridge

12. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উঃ কার্বন ডাই অক্সাইড

13. ভারতের দ্বিতীয় দীর্ঘতম Cable-Stayed Sigandur সেতুর উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে?

উঃ কর্ণাটকের শিবমোগ্গায়

14. অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় জল এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলে?

উঃ প্রশমন

15. উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উঃ পাইরোমিটার

16. Phool Dei Festival কোন রাজ্যে পালন করা হয়?

উঃ উত্তরাখন্ড

17. নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত?

উঃ ৫৬টি

18. ভারতে যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল?

উঃ ১৯৫০ সালে

19. FIDE Women’s Chess World Cup-এর ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন?

উঃ দিব্যা দেশমুখ

20. প্রথম ভারতীয় হিসেবে Poligras Magic Skill Award জিতেছেন কে?

উঃ দীপিকা সেহরাওয়াত

21. Anthurium Festival কোন রাজ্যে পালন করা হয়?

উঃ মিজোরাম

22. Song of Forgotten Tress সিনেমার জন্য 82nd Venice International Film Festival এ প্রথম ভারতীয় হিসেবে Orizzonti বিভাগে Best Director Award জিতেছেন কে?

উঃ অনুপর্ণা রায়

23. পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়?

উঃ ৫ বছর

24. কত সালে ৪২তম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল?

উঃ ১৯৭৬ সালে

25. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?

উঃ ফ্লোরিন

26. তামিল ভাষাকে কত সালে ক্যালসিকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে?

উঃ ২০০৪ সালে

27. লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু করা হয়েছিল?

উঃ আইন অমান্য আন্দোলন

28. হীনযান কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?

উঃ বৌদ্ধ

29. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? 

উঃ ১৯৯৩ সালে

30. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? 

উঃ মধ্যপ্রদেশ

31. কোন রাজ্যে Flamingo Festival পালন করা হয়?

উঃ অন্ধ্রপ্রদেশে

32. চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয়?

উঃ উত্তর মেরু 

33. সম্প্রতি প্রকাশিত Global Peace Index 2025-এ ভারত কত তম স্থানে রয়েছে?

উঃ ১১৫তম, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড)

34. দেওমালি পর্বত কোন রাজ্যে অবস্থিত?

উঃ ওড়িশা

35. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?

উঃ ব্যারেন দ্বীপ 

36. ভারত কত সালে WTO এর সদস্য দেশ হয়? 

উঃ ১৯৯৫ সালে

37. রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম Cardiac Telesurgery সফলভাবে সম্পাদিত করেছে কোন দেশ?

উঃ ভারত

38. চান্দোলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উঃ মহারাষ্ট্র

39. ১৪ টি ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণ কত সালে করা হয়েছিল?

উঃ ১৯৬৯ সালে

40. সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলে?

উঃ অস্ট্রেলিয়া

41. Human Development Index 2025-এ ভারতের স্থান কততম?

উঃ ১৩০ তম, (প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড)

42. বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন?

উঃ ডারউইন

43. কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়?

উঃ চৌরিচৌরার ঘটনা

45. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন?

উঃ ১২ জন

46. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্ম প্রচার করেছিলেন?

উঃ সারনাথে 

47. 56th GST Council Meeting 2025 এ ১২% ও ২৮% থেকে কমিয়ে GST স্ল্যাব রাখা হয়েছে-

উঃ ৫% ও ১৮%

48. ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়?

উঃ ৭৪তম

49. কোনো তরল বা কঠিন পদার্থের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?

উঃ পিকনোমিটার

50. ২০২৫ অ্যাবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন গণিতজ্ঞ?

উঃ Masaki Kashiwara 

PDF Download Details::

File Name: RRB Group-D ১০০টি জিকের প্রশ্ন ও উত্তর PDF

File Format: PDF
No. of Pages:05
File Size:0.36MB

Click Here to Download

WBP Constable GK, WBP Constable GK PDF, WBP Constable Important GK Questions, WBP Constable 2025 GK Questions and Answers, West Bengal Police Constable GK, WBP Constable General Knowledge, WBP Constable Exam Preparation, WBP Constable GK in Bengali, WBP Constable Previous Year GK Questions, WBP Constable Study Material PDF, WBP Constable Current Affairs, WBP Group D GK Questions, WBP Constable Practice Set

PM Kisan 21th Installment Date 2025 |PM Kisan|Full details
Scroll to Top