যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালে আমাদের প্রত্যেকটি ঘরেই কিছু না কিছু নতুন ডিভাইস অ্যাক্টিভেট করতে দেখা যায়। তার মধ্যে গিজার , রুম হিটারের ব্যবহার অন্যতম। আমাদের দেশে যেহেতু বয়স্ক মানুষ বাচ্চারা এদের যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য আমরা সকলেই কমবেশি বাড়িতে গিজার ব্যবহার করি। তো আজকের এই প্রতিবেদনে আমরা বলব যে কোন ধরনের গিজার আপনি বাড়িতে লাগাবেন, গিজার কতক্ষণ চালাবেন এবং কোন কোম্পানির গিজার খুব ভালো লাস্টিং করবে বা ভালো চলবে সেটা নিয়েও কিন্তু আমি আপনাদেরকে বলব।
আজকে আমি মোট সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনার পর আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের গিজার আপনার কেনার প্রয়োজন বা কোনটা আপনার কিনবেন না। তো চলুন বন্ধুরা আজকে শুরু করছি।
১. গিজারটি কত জন ব্যবহার করবেন
প্রথম আপনি কত ওয়াটের গিজার আপনার বাড়ির জন্য আপনি কিনবেন। যদি আপনার বাড়িতে চারজন মেম্বার হয়ে থাকে তাহলে আপনাকে ২৫ থেকে ৩০ লিটার পরিমাপের একটি গিজারনিতে হবে। যদি আপনার বাড়িতে ছয় জন মেম্বার থাকে তাহলে আপনি ৪৫ লিটার অব্দি কিনতে পারেন।
কিন্তু মার্কেটে আপনি দেখবেন ৬৫ লিটার ৯৫ লিটারেরও বেশি লিটারের গিজার পাওয়া যায় কিন্তু আপনার ওগুলো দরকারই হবে না। তার কারণ ওগুলো জল গরম হতে কিন্তু অনেক সময় লাগবে যদি আপনার কোন জায়গায় যাওয়ার তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু আপনি সেটি ব্যবহার করতে নানা সমস্যা পরতে পারেন । তাই জন্য বলব আপনাদের ৫-৬ জন যদি মেম্বার হন তো ৪৫ লিটারের উপরে কিন্তু অবশ্যই আপনার কেনাটা উচিত হবে না। আর যদি আপনি রান্নাঘরের জন্য গিজার নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট গিজারটি ব্যবহার করবেন ওটা পাঁচ থেকে দশ লিটার মতন আপনি নিতে পারেন।
২. গিজারটি আপনি কথায় লাগাবেন ?
আপনাকে গিজার নেওয়ার আগে আপনার জায়গা কিন্তু আগে নির্বাচন করে নিতে হবে এবং জায়গাটি কিরকম হবে তার ওপরে নির্ভর করে কিন্তু আপনার গিজার টা কিনতে হবে। আপনি বাজারে গেলেন একটা পছন্দ হলো এরকম টাইপের একটা গিজার নিয়ে আসলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে আপনি হরিজনটাল গিজার নেবেন নাকি ভার্টিকাল গিজার নেবেন নাকি ইনস্ট্যান্ট গিজার নিবেন এগুলো কিন্তু আপনার জানার প্রয়োজন
৩. কি ধরনের গিজার কিনব?
দেখুন আপনি যদি আপনার গিজারটি ফলস সিলিং এর মধ্যে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভারটিক্যাল টাইপের গিজার না নিয়ে এরকম গোল টাইপের গিজার নেওয়া উচিত । আপনি যদি হ্যাঙ্গিং টাইপের গিজার নেন তা হলে আপনি যে রকম খুসি একটা নিতে পারেন । এর কারণ হচ্ছে আপনি যদি মনে করেন বাসা মাঝে মাঝে চেঞ্জ করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হ্যাঙ্গিং গিজার কিন্তু কিনতে হবে। কারণ আপনি তাহলে এটা যেখানে খুসি সেখানে গিয়ে লাগাতে পারবেন ।যদি আপনি রান্না ঘরের জন্য নিতে চান তাহলে ইনস্ট্যান্ট গিজার ৫ লিটার আপনি নিতে পারেন ।
৪. ব্র্যান্ডেড গিজার কেন কিনবেন ?
এই কথাটা কোন মনে হয় কারণ আপনাকে কিন্তু অবশ্যই গিয়ে ব্র্যান্ডেড গিজার কিনতে হবে কারণ ব্যান্ডেড গিজারের কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি সার্ভিস পাবেন। আর গিজারও কিন্তু এমন একটা এপ্লায়েন্স যেটা কিন্তু সার্ভিসের প্রয়োজন হয়ে থাকে এসি বা ফ্রিজের মতন। তাই আপনাকে কিন্তু অবশ্যই ব্র্যান্ডের কিনতে হবে। আর নন ব্র্যান্ডের গিজার কিনতে হয় আপনার কিছু কম লাগবে কিন্তু পরবর্তীকালে আপনারই নিজেরই অনেক সমস্যায় পড়তে হবে এই গির্জার নিয়ে।
৫. গিজারে কি ফিচার যুক্ত নেওয়া দরকার ?
দেখুন আপনি যদি ফলস সিলিং এর মধ্যে আপনার গিজার লাগান তো সেখানে আপনার ফিচারস সেরকম দরকার হবে না কিন্তু অথবা যদি আপনি মনে করেন যে আমি হ্যাঙ্গিং গিজার লাগাবো বা রিমোট কন্ট্রোল কোন গিজার লাগাবো বা বাইরে থেকে অ্যাপ দ্বারা কন্ট্রোল করা যাবে এরকম লাগাবো তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই হ্যাঙ্গিং টাইপের গিজার গুলোনিতে আমি রেক্মেন্ড করবো ।
৬. গিজার কিনার পূর্বে অবশ্যই কি কি দেখতে হবে?
গিজার কেনার পূর্বে দেকবেন ওটা কত লিটার , তারপর কত ওয়াট অবশ্যই দেখতে হবে। কি কি কম্পনেন্ট ইউজ করা হয়েছে কারণ এই দেখার পরে কিন্তু আমাদের গি্জারটি কিনতে হবে।
১. ওয়াটার হিটার ওয়াটার হিটারের মধ্যে নিকেলের প্রলেপ দেওয়া থাকে যার ফলে ইলেকট্রিক শক খাওয়ার কিন্তু কোন সম্ভাবনা থাকে না।
২. বেশিরভাগ গিজারে দেখবেন ইতালিয়ান থার্মোস্টের ব্যবহার করা হয় এবং ইতালিয়ান কম্বোনেন্টও বেশি ইউজ করা হয়। এর ফলে কিন্তু এর নিরাপত্তা অনেকটাই বেড়ে যায়।
৩. ইনার ট্যাংকের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন দেখবেন যে আপনার ইনার ট্যাংকটি এজন্য কপারের হয় যদি কপালে হয় তাহলে তো খুবই ভালো আর যদি স্টেনলেস স্টিল হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা দেখে নিতে হবে।
৪.যদি আপনার গিজারের ওপরের বডিটি ফাইবারের হয়। তাহলে কিন্তু খুবই ভালো এতে লিক হয়ে যাওয়া সম্ভাবনা থাকে না এবং জং ধরার সম্ভাবনাও কিন্তু থাকে না । তাই জন্য চেষ্টা করবেন ফাইবারের বডি নেওয়ার জন্য।
5. গিজারের ইনার ট্যাংক এবং বাইরের বডি মধ্যবর্তী অংশে অনেকে জুট ব্যবহার করে থাকে অথবা গ্লাস উল ব্যবহার করা হয়ে থাকে। তো কিছু আপনারা গিজারের ওপরে লেখাটা দেখতে পেয়ে যাবেন যে এতে কি ব্যবহার করা হয়েছে যদি দেখেন গিজারে আপনার গ্লাস উল ব্যবহার করা হয়েছে তাহলে আপনি বুঝবেন যে গিজারটি অনেকটাই নিরাপদ এবং আপনার যে জলটা অনেকক্ষণ ধরেই গরম থাকবে।
6.আপনার বাড়িতে ইলেকট্রিক লাইনের ক্যাপাসিটি কত ? আপনাকে গিজার কেনার আগে অবশ্যই কিন্তু এটা দেখে নিতে হবে কারণ আপনি যদি একটি ৪৫ লিটারের গিজার কিনে নিয়ে আসেন এবং সেটা যদি কানেকশন করেন তাহলে দেখবেন অটোমেটিক আপনার সার্কিট বোর্ড সাথে সাথে নেমে যাবে। আর আপনি কিন্তু ব্যবহার ঠিকভাবে করতে পারবেন না তাই আপনাকে কিন্তু বাড়ির ইলেকট্রিসিটি ক্যাপাসিটি আপনাকে জেনে নিতে হবে। যদি আপনার বাড়ির ইলেক্ট্রিসিটি ক্যাপাসিটি ২ কিলো ওয়ার্ড হয়ে থাকে তাহলে আপনি ১৫০০ থেকে ২০০০ ওয়ার্ডের কিন্তু একটি গিজার ব্যবহার করতে পারবেন।
৭.গিজারের ওয়ারেন্টি গ্যারান্টি দেখব কেন ?
আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে বেশি দিন ধরে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেবে সুযোগ সুবিধা বেশি দেবে আপনার কিন্তু অবশ্যই সেই কোম্পানির গিজারই নেওয়া উচিত। কারণ পরবর্তীকালে গিজারের সমস্যা হলে আপনাকে সমস্যা যেতে পড়তে না হয়। তাই আমি রিকমেন্ট করব আপনারা অবশ্যই একটা ব্যান্ডের কোম্পানি গিজার কিনবেন।
উপরের যে সমস্ত পয়েন্টগুলো আমি তুলে ধরলাম সেগুলো ফলো করে কিন্তু আপনি বাড়ির জন্য একটি গিজার কিনবেন আর যদি কোন সমস্যা পরবর্তীকালে হয় তো আমাদের কিন্তু এই ওয়েবসাইটির নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে আপনার বাড়িতে গিয়ে আমরা গিজার সারিয়ে দিয়ে আসবো ।
How to use the refrigerator will reduce the electricity bill of your refrigerator
