আপনার বাড়িতে একটি রুমে কত টন এসি ব্যবহার করবেন এবং আপনার রুমের কি এসি লাগালে ভালও মানের ঠাণ্ডা পাবেন । এসি টি কত খন ব্যবহার করবেন , সেই নিয়ে আজকের প্রতিবেদন দৈর্ঘ্য প্রস্থ কত, ব্যবহার করবেন এবং কত টন এসি ব্যবহার করবেন সেই নিয়ে আজকের এই নিবেদন।
এসিকে সিলেকশন বা নির্বাচন করার আগে আপনাকে মূলত এই সাতটা ধাপ অনুসরণ করতে হবে, এর ফলে আপনি খুব সহজে আপনার রুমের জন্য একটি সঠিক মানের এসি কিনতে পারবেন।
আপনাদের সবার প্রথম যে জিনিস গুলো মনে রাখতে হবে আপনার বাড়িতে আপনি যখন এসি কিনবেন বলে ঠিক করেছেন কিন্তু কত টন কিনবেন সেটা বুঝতে পারছেন না তার জন্যই কিন্তু এই পোস্টটা আপনাকে পড়তে পুরো শুরু থেকে শেষ অবধি পরতে হবে ।
কারণ আপনি যদি একটি ভুলবশত, একটি ভুল টর্নের এসি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ঘর তো ঠান্ডাও হতে পারে আবার বেশি ঠান্ডাও হয়ে যেতে পারে। তাই এই প্রতিটি স্টেপ ফলো করুন আশা করি আপনি ঠকবেন না, এবং একটি সঠিক এসি আপনার বাড়িতে ইন্সটল করতে পারবেন।
১. রুমের সাইজ রুমের সাইজ নির্বাচন কেন করব ?
সবার প্রথমে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে রুমের সাইজ রুমের সাইজ কত স্কুয়ার ফিট । এইবার বলি কি ভাবে আপনি রুমের সঠিক সাইজ নির্বাচন করতে পারবেন । প্রথমে আপনাকে রুমের টোটাল যে দেওয়াল আছে তার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আপনাকে জানতে হবে। সেই মাপটি ধরে নিন আপনার রুমের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট এবং পোস্ত হচ্ছে ১২ ফিট তো এটা যদি হয় তো এই দুটোকে গুন করে আপনি এটি পাবেন ১৮২ স্কুয়ার ফিট এইটা একটি কাগজে লিখে রাখুন ।
২. রুমের দেয়ালের সংখ্যা কটি ?
হ্যাঁ রুমের দেওয়ালের সংখ্যা হয়তো এবার আপনি ভাবলেন রুমের দেয়ালের সংখ্যার সাথে আবার দরকার কেন ? হ্যাঁ বন্ধুরা রুমের দেয়ালে সংখ্যাটা খুবই দরকারি কারণ কোন রুমে দেওয়ালে সূর্যের আলো পড়ছে এবং কতক্ষণ পরছে সেটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় । সূর্যের আলো মূলত একটি বা দুটি দেয়ালে কিন্তু পড়লে তার জন্য কিন্তু একটি আলাদা হিজাব হবে এই সবগুলো হিসাব কিন্তু আপনাকে বার করে রাখতে হবে এবং সর্বশেষে কিন্তু আমি এর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে আপনাদেরকে কত টনে এসি কিনতে হবে।
৩. বাড়ির দেওয়ালের ধরন কেমন ?
এরপরে আপনাকে দেখতে হবে দেওয়ালের ধরন কেমন ? কারণ দেওয়ালের ধরন হচ্ছে আপনার বাড়ির দেয়াল কংক্রিট হতে পারে অথবা কাঠের দেওয়ালে হতে পারে অথবা কাচেরও হতে পারে। তো এই সব কিছু জানার একটাই কারণ একেকটা জায়গায় একেকটা রুমের একেকটা দেয়ালে ধরন অনুযায়ী কিন্তু ঠান্ডা হয়। সেই হিসাবে কংক্রিটের একটা আলাদা টেম্পারেচার হতে পারে কাঠের একটি আলাদা তাই আপনাকে অবশ্যই এটা জানতে হবে।
৪. আপনার রুমের অবস্থা।
তারপরে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপনার রুমের অবস্থা। রুমের অবস্থা বলতে ধরে নিন আপনার বাড়িতে একতলা। তো একতলা যদি হয় তোর নিশ্চয়ই সেখানে কিন্তু উপরে ছাদে সূর্যের আলো কম বেশি পড়বেই তো সেই ক্ষেত্রে একটা আলাদা হিসাব হবে । অথবা দেখা গেল আপনি ফ্ল্যাটে থাকেন সেখানে আপনি একদম টপ ফ্লোরে থাকেন সেখানে কিন্তু সূর্যের তাপটা কিন্তু আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন । করতে পারবেন এবং অথবা দেখা যেতে পারে যে আপনি হয়তো সেকেন্ড ফ্লোরে থাকেন বা আপনার ফ্লোর এর উপর আরো তিন চারটে ফ্লোর আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটি একটু ঠান্ডা অনুভব আপনি করতেই পারবেন । সেই হিসাবে এর জন্য কিন্তু আপনাকে রুমের অবস্থার ওপরও কিন্তু খেয়াল রাখতে হবে ।
৫. রুমের জানলা সংখ্যা কটা ?
আপনার রুমের জানলা সংখ্যা কটা, জানলাটাও কিন্তু বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোন কোন রুমে দুটি জানালা বা কোন কোন রুমে তিনটি জানলেও থাকতে আমরা দেখতে পাই। তো আবার একটাও দেখতে পাই তো সেই জন্য আপনাকে জানালাটাও কিন্তু আপনাকে জানতে হবে । একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আপনাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার রুমে জানলা কটা আছে।
৬. রুমের দরজা কতগুলো আছে ?
এরপরে আপনাদের মাথায় রাখতে হবে আপনার রুমের দরজা কতগুলো আছে কারণ আপনার রুমটি যখন এসি ঠান্ডা করবে এবং সেই ঠান্ডা করার পর যেই দরজা , খোলা এবং বন্ধ করবেন সেই হিসাবে কিন্তু আপনার বাড়ির ঘরের যে ঠান্ডাটা সেটা কিন্তু বাইরে চলে যাবে। তার জন্য কিন্তু আপনার রুমের দরজা কটা সেটাও কিন্তু আপনার জানা কিন্তু খুবই জরুরী। এবং কিছু কিছু বাড়িতে আবার দুটোর দরজায় দেখা যায় কারণ একটি কমন দরজা আর একটা বাথরুম বা টয়লেট যদি থাকে তারও কিন্তু একটা দরজা ।
৭. বাড়িতে মোট লোক সংখ্যা কত ?
আপনার বাড়িতে মোট লোক সংখ্যা কতজন বা এই এসির যে রুমটা আপনি ঠান্ডা করবেন সেই রুমে কতজন লোক বসবাস করবে তার ওপরও কিন্তু নির্ভর করে এসি কত টনের নিতে হবে । কারণ এটা কিন্তু অনেক এটি ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস এই সমস্ত কিছু বার করে নেওয়ার পর কাগজে লিখে রাখবেন । তারপর এই আপ্যপ মবাইলে নিয়ে খুব সহজে বের করে নিতে পারবেন ।
যদি আমার এই পোস্টটি দেখার আগে এসি কিনে ফেলেন এইবার এসির বিল বেশি আসছে তাহলে এই পোস্ট টা দেকতে পাড়েন Monthly electricity consumption of 1.5 ton Split AC
নরমালি গুগল থেকে সার্চ করবেন BTU ক্যালকুলেটর BTU ক্যালকুলেটর হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট একটি ক্যালকুলেটর এটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন । কত টন এসি লাগতে হবে ।



