এসি কেনার গাইড কিভাবে কোন এসি কিনবেন তার একটা প্রথম পোষ্ট কিন্তু অলরেডি এই ওয়েবসাইটে আমি পাবলিশ করে দিয়েছি। পার্ট ১টা যদি আপনার না দেখে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে পার্ট ১ টি দেখে নিন।
Things to know before buying AC || Best AC Buying Guide || Important tips for buying AC
আজকে শুরু করব ৬ নম্বর থেকে ১২ নম্বর পয়েন্ট । যেটা পরে আপনারা পুরটা বুজতে পারবেন । আর যদি আপনি সমস্ত বিষয় টা জেনে নেন তো আপনাদের আর কনও সমস্যা থাকবে না এবং আপনি একটি খুব ভাল এসি কিনতে পারবেন আপনার বাড়ির জন্য ।
৬. কম্প্রেসারের ওয়ারেন্টই ?
এসি কেনার সময় শুধু কম্প্রেসারের ১০ বছর গ্যারান্টি দেখলেই হবে না। এসির যে অন্যান্য পার্টস গুলো আছে সেইগুল কিন্তু দেখতে হবে । কারন যে ব্র্যান্ড থেকে আপনি এসি কিনছেন তাদের কাছ থেকে আপনার জেনে নিতে হবে যে আপনার কোন কোন পার্টসের জন্য কতদিন গ্যারান্টি পাচ্ছেন অবশ্যই এটি জেনে নিবেন কারণ এটা আপনার জেনে নেওয়া আপনার দায়িত্ব কারণ পরবর্তীতে দেখা যায় যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু কোম্পানি আপনাকে সেই পার্টস টা সারিয়ে দেবে না । তার বিনিময়ে আপনাকে টাকা দিতে হছে । এটা রিপ্লেস করে দিবে না সার্ভিস করে দিবে না তো আপনাকে এটা অবশ্যই জেনে নিতে হবে সার্ভিস ফ্রি কেমন হবে যদি কোন পার্স নষ্ট হয় সেক্ষেত্রে তারা দিবে কিনা, নাকি আপনার কিনে দিতে হবে এই জিনিসগুলো আপনি শুরুতেই জেনে নিবেন।
৭. এসি তে কি গ্যাস ব্যবহার করা হয়েছে ?
এসি তে কি গ্যাস ব্যবহার করা হয়েছে সেটা আপনি দেখে নেবেন । বর্তমানে অনেক ধরনের ইকোফ্রেন্ডলি গ্যাস বের করা হয়েছে যেমন r32 এই গ্যাসটি কিন্তু যথেষ্ট ইকোফ্রেন্ডলি এবং এই গ্যাসটি একই সাথে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব তাড়াতাড়ি রুমকে ঠান্ডা করতে পারে । অপরদিকে আগে যে গ্যাসগুলো ব্যবহার করতো r2 এই গ্যাসটি কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হত। আবার অপরদিকে দেখা যায় এটা পরিবেশের জন্য তেমন একটা পরিবেশবান্ধব না। তো চেষ্টা করবেন যে r32 অথবা r410 ব্যবহার করছে যে এসিতে সেটি নেয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনি খুব তারাতারি রুম ঠাণ্ডা হবে সাথে আপনার বিদ্যুৎ বিল কম আসবে ।এবং সাথে সাথে পরিবেশও সুরক্ষিত থাকবে ।
৮. আউটডোর কন্ডেন্সর এবং ইভাপোরেটর কি কপার ?
এসিটির আউটডোর কন্ডেন্সর এবং যে ইভাপোরেটর সেটা কি না সেটা দেখে নেবেণ । কপার যদি হয় সেই ক্ষেত্রে আদ্রতার জন্য তেমন একটা ক্ষতিকর হয় না । কারণ কপার কন্ডেন্সর অনেকদিন ধরে ভালো থাকে । কিন্তু অ্যালুমিনিয়াম কন্ডেন্সর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে সেটা হচ্ছে আমাদের আদ্রতায় অ্যালুমিনিয়াম কন্ডেন্সর খুব সহজেই ছিদ্র হয়ে যেতে পারে । লিক হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এসির যে গ্যাস সেটিও অনেক সময় বের হয়ে যাবে । যার ফলে আপনার কিন্তু অনেক খরচ করতে হবে। অ্যালুমিনিয়াম কন্ডেন্সারটা লিক হয়ে যায় আপনার লিক মেরামড় করতে হবে আবার । তাই আমি বলবো আপনি অবশ্যই কপার কন্ডেন্সর যুক্ত এসি কিনবেন । অ্যালুমিনিয়াম কন্ডেন্সার একদমই কেনার চেষ্টা করবেন না ।
৯. ইনডোর এবং আউটডোর ইউনিট কি কালার কোড করা ?
এসির ইনডোর এবং আউটডোর ইউনিট থাকে সেটা কি কালার কোড করা আছে কিনা, সেটা দেখে নিতে হবে । অনেক আউটডোর ব্লু কোডিং থাকে আবার বেস কিছুতে গোল্ডেন কোডিং করা থাকে। এই বিষয় টি একটু অবশ্যই জেনে নিবেন যে এটা কি কোডিং করা আছে। এর ফলে আপনার আউটডোর ইউনিট অনেক দিন ভাল থাকবে ।
১০. এসি কেনার সঠিক সময় কখন ?
কখন এসি কিনবেন আমরা সবাই যেটা করি যে সেটা হচ্ছে প্রচন্ড গরম, যখন দেকছি আর গরম টেকা যাছে না তখন আমরা এসি কিনতে যাই। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে আসলে গরমের সময় এসি কেনা আমাদের জন্য পকেটের অপর অনেক বেশি চাপ পরে এবং এসি ডেলিভারি দিতে প্রায় ১ মাস চলে যায় । এসির কিন্তু দাম অনেক বেশি বেড়ে যায় আর আপনি যদি শীতের দিন এসি কিনেন তখন দেখা যায় যে এসির দাম কিন্তু অলমোস্ট 30% 40% কিন্তু কম থাকে । অনেক সময় দেখা যায় যে কোম্পানি অফার দিয়ে থাকে বিভিন্ন ধরনের নতুন ধরনের এসি বাজারে ছাড়বে তার আগে স্টক শেষ করার জন্য অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের এসি গুলো কম দামে সেল করে দেই । তাই আমাদের মাথায় রাখতে হবে , যখন আমরা বাড়ির জন্য এসি কেনার পরিকল্পনা করছি সেটা আমাদের অফ সিজনে কিনলে খুবি কম দামে আমরা পেয়ে যেতে পারি ।
১১. এসিটিতে কি ভয়েস কমান্ড আছে ?
এসিটিতে কি ভয়েস কমান্ড আছে কিনা সেটা আমাদের দেখেতে হবে । অনেক সময় আমাদের এই এসিতে ভয়েস কমান্ড থাকাটা বেস জরুরি হয়ে পরে । কারন দেখা যায় রিমোট ধরা অনেকের জন্য কঠিন হয়ে যায়। টেম্পারেচার এ ধরনের বিভিন্ন ধরনের কমান্ড করতে চান যারা কমান্ডে এসি চালাবেন তারা অবশ্যই ভয়েস কমান্ড দেখে নিবেন ।
১২. এসিতে কি ওয়াইফাই কানেকশন আছে ?
এসিটি কি ওয়াইফাই কানেকশন করা যায় কিনা এসিটি যদি আপনি ওয়াইফাই কানেকশন করতে পারেন ইন্টারনেট কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি দেশের যেকোনো প্রান্ত থেকে এসিটিকে কন্ট্রোল করতে পারবেন এবং সেই সাথে আপনি এসির টেম্পারেচারটি দেখতে পারবেন। এসির যে বিভিন্ন ফাংশনিং রয়েছে সেটা দেখতে পারবেন মোবাইল থেকে চালাতে পারবেন তো এই সহজ যে যে বিষয়গুলো রয়েছে ইজি যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনি মোবাইল থেকে অনায়াসে করতে পারবেন যদি এটা ওয়াইফাই কানেকশন করার মতো না স্মার্ট এসি হয় । এসিটি কি স্মার্ট কিনা এটা অবশ্যই দেখে নিবেন ।


